কুলাউড়ায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় নকল করার দায়ে কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী সুমাইয়া শারমীন শুভাকে বহিস্কার করা হয়েছে।
৫ ফেব্রুয়ারী মঙ্গলবার পরীক্ষা চলাকালীন সময় এই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদিউর রহিম জাদীদের উপস্থিতিতে নবীন চন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন তাকে বহিস্কার করেন।
জানা যায়, ইংরেজী প্রথম পত্র পরীক্ষা চলাকালীন ওই ছাত্রী নকল করে পরীক্ষা দিচ্ছিলো। হাতেনাতে ধরে তাকে ক্লাস থেকে প্রধান শিক্ষকের রুমে রাখা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদিউর রহিম জাদীদ এবং হল পরিদর্শকদের উপস্থিতিতে তাকে বহিস্কার করা হয়।
নবীন চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব আমির হোসেন বলেন, বহিস্কারাদেশ প্রাপ্ত পরীক্ষার্থী সুমাইয়া শারমীন শুভা কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিউর রহিম জাদীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, হল পরিদর্শণে গেলে নবীনচন্দ্র সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব নকলের বিষয়ে অবহিত করেন। পরে হল পরিদর্শক ও আমার উপস্থিতিতে তাকে বহিস্কার করা হয়।